| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল জমিয়তে ‍যোগ দিলেন মাওলানা কিফায়েতুল্লাহ আযহারীসহ তিন আলেম


জমিয়তে ‍যোগ দিলেন মাওলানা কিফায়েতুল্লাহ আযহারীসহ তিন আলেম


রহমত নিউজ     17 February, 2025     07:00 PM    


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন মাওলানা কিফায়েতুল্লাহ আযহারী, মাওলানা আবুল হাসান ও মাওলানা আতিকুর রহমান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর হোসাইন।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্য ফরম পুরণের মাধ্যমে এই দুই আলেমের যোগদান সম্পন্ন হয়।

নবযোগদানকারী তিন শীর্ষ আলেম বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম দেশের ঐতিহ্যবাহী সংগঠন। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মহান স্বাধীনতায় জমিয়তের গৌরবোজ্জ্বল ভুমিকা রয়েছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও দেশ ও জাতির সংকটকালীম সময়ে জমিয়ত নেতৃবৃন্দ এদেশের জনগণকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। সম্প্রতি ২৪ এর গণঅভ্যুত্থানেও জমিয়তের ভুমিকা ছিল প্রশংসনীয়। জমিয়তের ইতিহাস, ঐতিহ্য ও আপোষহীন ভুমিকা আমাদের অনুপ্রাণিত করেছে এবং আল্লাহর জমিনে আল্লাহর নেযাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী প্রমুখ।